Home / টপ নিউজ / ভাল চরিত্র ও প্রস্তাবের অপেক্ষায় আছি : সুনিধি চৌহান

ভাল চরিত্র ও প্রস্তাবের অপেক্ষায় আছি : সুনিধি চৌহান

বিনোদন ডেস্ক:

গানের মাধ্যমে এখন পর্যন্ত বেশ কিছু অর্জন রয়েছে সুনিধি চৌহানের। তবে এবার অভিনয়ের দিকে পা বাড়াতে চাইছেন। সম্প্রতি ‌‘প্লেয়িং প্রিয়া’ নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন ৩২ বছর বয়সী গায়িকা। 

 ‘শিলা কি জওয়ানি’ গায়িকা বলেছেন, শুরুর দিকে আমি অভিনয়ের জন্য প্রস্তুত ছিলাম না। তবে আমি মনে করি এখন অভিনয় করার সঠিক সময়। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আমার আগ্রহ ছিল। আমি এখন বলিউডে অনেক ছবি করতে চাই। 

তিনি বলেছেন, আমি ভাল চরিত্র ও প্রস্তাবের অপেক্ষায় আছি। আমি এখনো কোনো ছবির প্রস্তাব গ্রহণ করিনি। আমি সঠিক চিত্রনাট্য পছন্দ করে ছবিতে কাজ করব। 

সুনিধি বলেছেন, ১৯ বছর বয়সে আমি অভিনয় করার জন্য প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি সেটি ফিরিয়ে দিই। কেনান, তখন আমি প্রস্তুত ছিলাম না। সেসময় শুধু গানের দিকে আমি জোর দিয়েছিলাম। আমার মনে হয়, এখন আমি গান ও অভিনয় দুইদিকেই জোর দিতে পারব।

 আরডি/ এসএমএইচ // ৬ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...