চট্টগ্রাম, ১৮ জুলাই (অনলাইনবার্তা): ফটিকছড়ির ভুজপুর ও বোয়ালখালী পশ্চিম গোমদন্ডীতে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের পূর্ব রতনপুর গ্রামের কবির আহমেদের মেয়ে আছমা আকতার (১১) ও তানজিনা আকতার (৫) পুকুরে ডুবে মারা যায়।
ওমর ফারুক নামের এক প্রতিবেশী সাংবাদিকদের জানিয়েছেন, কবির আহমদের স্ত্রী জরুরি প্রয়োজনে সকালে বাইরে যাওয়ার সময় দুই মেয়েকে ঘরে রেখে যান। বিকেল তিনটার দিকে বাড়ি ফিরে মেয়েদের না দেখতে পেয়ে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান।
এদিকে বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীর আলাউদ্দিন সরকার বাড়িতে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির সামনের পুকুর পাড়ে খেলার সময় পানিতে ডুবে খোরশেদ আলম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি প্রবাসী রাশেদের ছেলে।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. বাবর সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে খোরশেদকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।