আন্তর্জাতিক ডেস্ক :
ভূমধ্যবাসাগরে একটি নৌকা ডুবে ১৪৬ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বেঁচে যাওয়া এক অভিবাসী কিশোরের (১৬) বরাত দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সাগরে ভাসমান একটি জ্বালানি ট্যাংকের ওপর পাওয়া যায় ওই কিশোরকে। এরপর তাকে প্রথমে ইতালির কোস্টগার্ডের কাছে এবং সেখান থেকে একটি স্প্যানিশ ফ্রিগেটে তুলে আনা হয় বলে জানিয়েছেন আইওমের মুখপাত্র ফ্ল্যাভিও ডি জিকোমো। বুধবার কিশোরকে সিসিলির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে আসা হয়। কিশোর জানায়, তারা কয়েকদিন আগে লিবিয়ার সাবরাথা এলাকা ছেড়ে এসেছে। রাবারের নৌকাটিতে আফ্রিকার সাহারা অঞ্চলের ১৪৭ জন মানুষ ছিল। এদের মধ্যে পাঁচ শিশু ও কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন।
মুক্তা // এসএমএইচ // মার্চ ৩০,২০১৭