Home / আন্তর্জাতিক / মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন কুয়েতের আমির

মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন কুয়েতের আমির

আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল সাবাহ। মধ্যপ্রাচ্যে খুবই সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত কাতারের আমির। শুরু থেকেই দু’পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছিলেন তিনি। খবর আলজাজিরার।
এদিকে, চলমান সংকট নিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির। কিন্তু কুয়েতের আমিরের প্রতি সম্মান প্রদর্শন করে সে ভাষণ স্থগিত করেছেন তিনি।
এর আগে আলজাজিরার কাছে একটি বিশেষ সাক্ষাৎকার দেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি।
সেখানে তিনি কীভাবে বিষয়টি এ রকম উত্তপ্ত অবস্থায় গিয়ে ঠেকলো, তা নিশ্চিত নন বলে জানান।
এ অবস্থায় কুয়েতের আমিরের সৌদি সফর মধ্যপ্রাচ্যের জন্য একটি ইতিবাচক বার্তা।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনার তরফে জানা যায়, আমির শেখ সাবাহ আল-আহমাদ আল সাবাহ দু’পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘অবস্থা এমন যেন না হয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপতর হয়ে উঠে।’
এদিকে, চলমান সংকটে দু’পক্ষকেই আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে আসছে বেশ কয়েকটি মুসলিম দেশের নেতৃবৃন্দ।
ইরান দু’পক্ষের মধ্যে স্পষ্ট সংলাপের আহ্বান জানিয়েছে। আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দু’পক্ষের মধ্যে মধ্যস্থতায় তারা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।
কাতার ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এ সময় দুই নেতা কাতারের কূটনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।
মুক্তা // এসএমএইচ // মঙ্গলবার, ৬ জুন ২০১৭

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...