চট্টগ্রাম, ১৯ মে (অনলাইনবার্তা): মলম পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন দৈনিক ইনকিলাব চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী।বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর ফিশারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
অফিস শেষ করে পটিয়া যাওয়ার জন্য নগরীর কোতোয়ালীর মোড় থেকে অটোরিকশায় উঠেন তিনি। অটোরিকশাটি কোতোয়ালী মোড় পার হয়ে ফিরিঙ্গীবাজার যেতেই চালকের সহযোগিতায় ২ যুবক তাতে উঠে পড়ে।
তারা সাংবাদিক আইয়ুব আলীর গলায় গামছা পেচিয়ে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র কেড়ে নেয়।
এরপর তার চোখে–মুখে মলম লাগিয়ে ফিশারীঘাট এলাকায় ফেলে যায়। সেখানে কর্তব্যরত এক পুলিশ সার্জেন্ট আবদুর রহমান তাকে উদ্ধার করেন।
তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুত চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।