Home / আন্তর্জাতিক / মালয়েশিয়ায় নৌকাডুবে ৮ জনের প্রাণহানি

মালয়েশিয়ায় নৌকাডুবে ৮ জনের প্রাণহানি

চট্টগ্রাম, ২৫ জুলাই (অনলাইনবার্তা): মালয়েশিয়া কোস্টগার্ড জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় জহর রাজ্যে নৌকাডুবির ঘটনায় সোমবার (২৫ জুলাই) তারা ৮ জনের মরদেহ উদ্ধার করেছেন। ওই ঘটনায় আরো অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার (২৩ জুলাই) দিনগত রাতের শেষভাগে নৌকাটি ৬২ জন আরোহী নিয়ে ডুবে যায়। আরোহীরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। অবৈধভাবে ‍মালয়েশিয়া প্রবেশের চেষ্টার সময় তীব্র স্রোতে তাদের বহনকারী নৌকাটি ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
এখন পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার হওয়াদের রাষ্ট্রীয় অভিবাসন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
গর্ভবতী স্ত্রীকে হারিয়ে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, সে আমার পায়ের কাছে থাকলেও তাকে বাঁচাতে পারিনি।
রাজ্যের দীর্ঘ উপকূলীয় সৈকত ও ইন্দোনেশিয়ার সঙ্গে একটি সামুদ্রিক সীমান্ত অংশীদারিত্বের কারণে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী অর্থনীতির দেশ মালয়েশিয়ায় সহজেই অবৈধ অনুপ্রবেশ সম্ভব হয়।

x

Check Also

আমি হারলে ধরে নিতে হবে জালিয়াতি হয়েছে : ট্রাম্প

তাকে হারানোর একমাত্র রাস্তা ভোট জালিয়াতি। বিরোধীরা সেই চেষ্টাই করছে- রিপাবলিকানের নির্বাচনী ...