Home / টপ নিউজ / মিউজিক ভিডিওতে সাবা

মিউজিক ভিডিওতে সাবা

বিনোদন ডেস্ক :

প্রথমবারের মত মিউজিক ভিডিওতে অভিনয় করতে যাচ্ছেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী সোহানা সাবা। লাইভ টেকনোলজিসের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন অনন্য মামুন।

‘অস্তিত্ব’ নির্মাতা ফেসবুকে সোমবার দুপুরে লেখেন, ‘লাইভ টেকনোলজিসের নতুন একটা কাজ করব গুণী অভিনেত্রী সোহানা সাবাকে নিয়ে। বাকিটা সারপ্রাইজ। কাল (মঙ্গলবার) শুটিং।’

মামুন না জানালেও ‘খেলাঘর’ অভিনেত্রী ফাঁস করে দিলেন মিউজিক ভিডিওর কথা। তবে কণ্ঠশিল্পীর নাম জানালেন না।

এই প্রসঙ্গে সাবা বলেন, ‘অনন্য মামুনের পরিচালনায় একটা মিউজিক ভিডিওর কাজ করতে যাচ্ছি। এই প্রথমবারের মত মিউজিক ভিডিওতে অভিনয় করছি। কার গানের ভিডিও এখনই বলতে পারছি না। চমক হিসেবেই থাক এটা।’

চলচ্চিত্র নির্মাতা হিসেবেই অনন্য মামুন বেশি পরিচিত। সাম্প্রতিক সময়ে কয়েকটি মিউজিক ভিডিওর পরিচালকের আসনে দেখা গেছে তাকে। চলতি মাসের শুরুতে তিনি শেষ করেছেন ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রের শুটিং। ওই সিনেমায় অভিনয় করেছেন বাপ্পি ও বিদ্যা সিনহা মিম।

এদিকে সাবা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল কলকাতার ‘ষড়রিপু’। তাকে নিয়মিত দেখা যাচ্ছে টিভি নাটকে।

আরডি/ ২৫ অক্টোবর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...