চট্টগ্রাম, ৭ জুন (অনলাইনবার্তা): চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যার ঘটনায় ব্যবহৃত মোটসাইকেলটির নির্দিষ্ট কিছু সময়ের (সময়ের) মালিককে আটক করেছে পুলিশ। মোটরসাইকেলটি আগে কয়েকবার বিক্রি হয়েছিল বলেও পুলিশ জানতে পেরেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার মঙ্গলবার (৭ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন।
গত রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।