চট্টগ্রাম, ২৩ মে (অনলাইনবার্তা): মিরসরাইয়ে পিয়াজবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মো. মিলন (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন।
রোববার (২৩ মে) দিনগত রাতে উপজেলার বড়তাকিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্রাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। মিলন নাটোরের সিংগার সদর এলাকার মুজাহেদের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, পিয়াজবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক ঘটনাস্থলেই মারা যান।