Home / বিনোদন / ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈমের বিবাহিতর ছবি ফাঁস

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈমের বিবাহিতর ছবি ফাঁস

বিনোদন ডেস্ক :
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিলকে নিয়ে বিতর্ক যেন ফুরাচ্ছেই না। নতুন করে আবার আলোচনায় মাফিয়া গার্ল খ্যাত নতুন এই সুন্দরি। কারণ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিবাহিত! বিভিন্ন গণমাধ্যমের খোঁজে তার বিয়ের বিষয়টি প্রকাশ হয়েছে। বিয়ের কয়েকটি আলোকচিত্রও গণমাধ্যমে এসেছে। সেই সঙ্গে এভ্রিলের বিয়ের ভিডিও ফাঁস হয়ে গেছে।

তার বিয়ের কাবিননামা ছিল ৮ লাখ টাকার। যার উসুল ধরা হয় তিন লাখ টাকার। এভ্রিলের স্বামী একজন মাদ্রাসার ছাত্র ছিলেন। নাম মোহাম্মদ মুনজুর উদ্দীন। তবে তারা এখন আর স্বামী-স্ত্রী নন। প্রতিযোগিতার আগেই তাদের বিচ্ছেদ হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এভ্রিলের জন্ম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঁচ নম্বর বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তারা দুই ভাই ও দুই বোন। এভ্রিলের বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে ৫নং বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এভ্রিলের বিয়ে হয়েছিল। সে সংসার বেশিদিন টেকেনি শুনেছিলাম। এছাড়া একবার চট্টগ্রামের একটি হোটেলে রেড করার পর তাকে নাকি আটকও করা হয়েছিল। তবে ডিভোর্সের পর আর তার কোনো খোঁজ-খবর জানি না।

অন্যদিকে, জান্নাতুলের সাবেক স্বামী মোহাম্মদ মুনজুর উদ্দীন জানান, তার সঙ্গে জান্নাতুল নাঈমের বিয়ে হয়। বিয়ের পর দুই মাস জান্নাতুল তাদের বাড়িতে ছিল। এরপর বাবার বাড়িতে যায়। দু’দিন পর এক রাতে জান্নাতুলের বাবা ফোন করে বলেন, মেয়েকে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করতে বলেন। কিন্তু জান্নাতুলকে খুঁজে বের করতে মুনজুর রাজি হয়নি।

মুনজুর উদ্দীন আরও বলেন, কিন্তু পরদিন সকালে জান্নাতুল তাকে ফোন করে ডিভোর্স দিতে বলেন। অন্যথায় সে নিজেই ডির্ভোস দেবে। ডিভোর্সের জন্য মুনজুর সপ্তাহখানেক অপেক্ষা করে। পরে দুই পক্ষের সমঝোতায় নগরের লালদীঘি পারের একটি হোটেলে ২০১৩ সালের ১১ জুন কাজির উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে।
কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// সোমবার । ০২ অক্টোবর ২০১৭ । ১৭ আশ্বিন ১৪২৪।

x

Check Also

মুক্তি পেয়েছে ট্রেলার

হিন্দি সিনেমার দুনিয়া অপেক্ষা করছে একসঙ্গে অজয় দেবগণ, অক্ষয় কুমার ও রণবীর ...