চট্টগ্রাম, ২৭ জুন (অনলাইনবার্তা): খুচরা বিক্রেতাদের চিনির সঙ্গে তেল কিনতে ‘বাধ্য করায়’ চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে অবস্থিত মীর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইবনাত ট্রেডার্সের কাছ থেকে ২২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে চালানো ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইবনাত ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও মীর গ্রুপের পরিচালক মীর মোহাম্মদ হোসাইনকে জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে এক কর্মচারী মালিকপক্ষ তাদের ওই নির্দেশনা দিয়েছিল বলে স্বীকার করলেও সে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
কর্মচারীদের পক্ষে জরিমানার ওই টাকা মালিকপক্ষকেই দিতে হবে বলে রায় দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, মীর গ্রুপের আরেক পরিচালক ও ইবনাত ট্রেডার্সের কর্মকর্তা জানে আলমকে ২০ লাখ টাকা এবং অন্য দুই কর্মচারী কাঞ্চন মজুমদার ও আবুল কাশেমকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
একই অপরাধে ইবনাত ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও মীর গ্রুপের পরিচালক হোসাইনকে এক মাস কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ৮ জুন মিল থেকে ৪৬ টাকা কেজিতে কেনা চিনি পাইকারিতে ৫৮ টাকায় বিক্রি করায় খাতুনঞ্জের হাজী মীর আহমদ ট্রেডার্সকে ২০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের মীর গ্রুপের প্রতিষ্ঠান হাজী মীর আহমদ ট্রেডার্স এভাবে প্রতিদিন দুই কোটি ৪০ লাখ টাকা অতিরিক্ত মুনাফা করছিল বলে ভ্রাম্যমাণ আদালতের অনুসন্ধানে জানা গিয়েছিল।