Home / অর্থ-বাণিজ্য / মীর গ্রুপকে ২০ লাখ টাকা জরিমানা

মীর গ্রুপকে ২০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম, ৮ জুন (অনলাইনবার্তা): ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে চিনিতে কারসাজির অভিযোগে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম ও সেলস ম্যানেজার জানে আলমকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ছোলা ও চিনির ডিলার এবং আড়তে অভিযান চালানো হয়। অভিযানে মীর গ্রুপের অফিস সিলগালা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। জেলা প্রশাসনের শিক্ষনবিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার ও হাসান বিন আলী এবং ক্যাবের সদরঘাট থানা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌসসহ বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা অভিযানে সহায়তা দেন। অভিযানে র‌্যাবের এএসপি জালাল উদ্দিনেরনেতৃত্বে বিপুল সংখ্যক র‌্যাব সদস্যও অংশ নেন।

ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান  বলেন, মীর গ্রুপের মেসার্স হাজি মীর আহমেদ সওদাগর নামের প্রতিষ্ঠানের কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে কর্ণফুলীর ওপারের একটি চিনি কারখানা থেকে ৪৬ টাকা ০৮ পয়সায় চিনি কিনে পাইকারি বাজারে ৫৮ টাকা ০২ পয়সায় বিক্রি করছে। প্রতি কেজিতে তারা ১২ টাকা লাভ করছে। চিনি নিয়ে এ ধরনের ইচ্ছেকৃত কারসাজির অভিযোগে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম ও সেলস ম্যানেজার জানে আলমকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা দুই টাকা লাভে চিনি বিক্রির মুচলেকা দেন। এ ছাড়া আটক দুই কর্মচারী মফিজুল হক ও সজল সেনগুপ্তকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...