Home / জেলা সংবাদ / মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিচার চান রাঙামাটির বাঘাছড়ি ছাত্রলীগ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিচার চান রাঙামাটির বাঘাছড়ি ছাত্রলীগ

রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাছড়ি উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের বিরূদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগ করেছে বাঘাইছড়ি ছাত্রলীগ। গত রবিবার ( ৭ আগস্ট,১৬) ঐ উপজেলার ২য় সাময়িক পরীক্ষার ২০১৬ এর চর্তুথ শ্রেণির ‘ বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ প্রশ্নের বহুর্নিবাচনী অংশের (৪১)নং সরাসরি বঙ্গবন্ধুর খ্যাতির সাথে সাংঘর্ষিক বলে তাদের অভিযোগ করেন । ৪১ নং প্রশ্নটি হল : স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা হিসেবে কোন নামটি যর্থাথ ? ক) জিয়াউর রহমান খ) জেনারেল ভূট্টো গ) ইসতিয়াক আহমেদ ঘ) মুহাম্মদ আলী জিন্নাহ ।

এই প্রশ্নে ‘কোনটি নয়’ অপশনটি ছিল না বলে ও তারা অভিযোগ করেন।

অন্যদিকে এই নিয়ে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ । একইসাথে অভিযুক্তের অপসারণ ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা । এর অনুলিপি জেলা প্রশাসক, রাঙ্গামাটি র্পাবত্য জেলা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে ।

তবে উপজেলা ভারাপ্রাপ্ত শিক্ষা অফিসারের কাছে এখনও কিছু জানা যায় নি ।

 আরডি/ এসএমএইচ // ৮ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...