চট্টগ্রাম, ৩ জুলাই (অনলাইনবার্তা): মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধার সন্তানদের মিলনমেলা ঘটেছে।
রোববার নগরীর জিইসি এলাকার একটি রেস্তোরাঁয় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেলের সভাপতিত্বে এবং সদস্যসচিব ওমর ফারুকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন যুবনেতা ও সমাজসেবক হেলাল উদ্দীন।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চট্টগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন তালুকদার আসিফ, আতিকুল ইসলাম প্রমুখ।
মাহফিলে মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশকে জঙ্গিমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পালনের অঙ্গীকার করেন।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চট্টগ্রাম জেলা শাখার সদস্যরা ছাড়াও বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।