চট্টগ্রাম, ৯ জুলাই (অনলাইনবার্তা): মুক্তিযোদ্ধা, সাবেক বামপন্থী ছাত্রনেতা মো.শাহজাহান বাবুল (৬২) আর নেই।
দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগে শনিবার (০৯ জুলাই) ভোর ৬টায় তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। (ইন্না…..রাজিউন)।
শাহজাহান বাবুল চাকসু ভিপি মো.নাজিম উদ্দিনের বড় ভাই। সত্তরের দশকে ছাত্র ইউনিয়নের তুখোড় নেতা শাহজাহান বাবুল মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আশির দশকে যুব ইউনিয়নের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
কর্মজীবনে শাহজাহান বাবুল পূবালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক পদ থেকে অবসরে যান। এরপর তিনি নোবেলজয়ী ইউনূস সুহৃদ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
চাকসু ভিপি নাজিম উদ্দিন জানিয়েছেন, শাহজাহান বাবুল চার ছোট ভাই, স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শনিবার বাদ আছর তাদের গ্রামের বাড়ি হাটহাজারীর ফতেহপুরে নিজ বাড়িতে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছে।