চট্টগ্রাম, ২৬ জুলাই (অনলাইনবার্তা):সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের জোড়া আত্মঘাতী বোমা হামলায় দশজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২৬ জুলাই) এই হামলার ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
খবরে বলা হয়, মোগাদিসুর আফ্রিকান শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির কাছে প্রথম আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এরই কিছুক্ষণ পর দেশটির সরকারি বাহিনীর ঘাঁটির প্রবেশ মুখে দ্বিতীয় হামলাটি হয়।
হামলার কিছুক্ষণ পরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব।