চট্টগ্রাম, ১ জুলাই (অনলাইনবার্তা): পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু আক্তার হত্যাকাণ্ডে মোটর সাইকেল সরবরাহকারী সাইদুল ওরফে শাকুর সহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে রাঙ্গুনিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
সাইদুল মিতু আক্তার হত্যার ‘নির্দেশদাতা’ কামরুল ইসলাম ওরফে মুছার বড় ভাই। গ্রেফতার অপরজন হলেন শাহজাহান। তিনি হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল রেকি করার দায়িত্বে ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো.কামরুজ্জামান জানান, মিতু হত্যাকাণ্ডে মোটর সাইকেল সরবরাহকারী সাইদুল ও ঘটনাস্থল রেকি করা শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় ‘অস্ত্রদাতা’ এহতেশামুল হক ভোলা এবং ওয়াসিম ও আনোয়ারকে গ্রেফতার করা হয়।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।