Home / টপ নিউজ / রণবীরের প্রেমের নৌকা এখন শ্রুতির ঘাটে

রণবীরের প্রেমের নৌকা এখন শ্রুতির ঘাটে

বিনোদন ডেস্ক :

ফের প্রেমে পড়েছেন রণবীর কাপুর!‌ কমল হাসানের বড় মেয়ে ও অভিনেত্রী শ্রুতি হাসানকে নাকি মনে ধরেছে তার!‌ বলিউডে এনিয়ে জোর গুঞ্জন।

কয়েক মাস আগে একসঙ্গে বিজ্ঞাপনের শ্যুটিং করেছিলেন দু’‌জনে। তখনই নাকি শ্রুতিকে ভাল লেগে যায় কাপুর তনয়ের। প্রথমে বন্ধুত্ব এবং তারপর মনে দেওয়া নেওয়ার শুরু।

তবে শ্রুতির সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন রণবীরের সহযোগীরা। তাদের মতে, রণবীর ও শ্রুতি দু’‌জনেই একা। তাই বন্ধুত্ব জমে গিয়েছে। এরমধ্যে প্রেম–ভালবাসা নেই। রণবীর এখন একা থাকতে চান।

এবছরের শুরুতে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ইতি টানেন রণবীর। ক্যাটরিনা বিয়ে নিয়ে জোর করাতেই নাকি সরে এসেছিলেন তিনি।

আরডি/ ২৪ সেপ্টেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...