চট্টগ্রাম, ২৮ জুন (অনলাইনবার্তা): অস্ত্র আইনে করা মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণিকে আরও তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ১৩ জুন বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রণিকে পুলিশ প্রতিবেদন বা ছয় মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
এর মধ্যে এ মামলায় ১৯ জুন রণির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও তখন রণির মুক্তি মেলেনি।
এরপর হাইকোর্টে আবারও জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে আবেদন করে রণি। মঙ্গলবার হাইকোর্ট জামিনের মেয়াদ তিন মাস বৃদ্ধি করেন। এখন তার জামিনে মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী শ ম রেজাউল করিম।
অভিযোগপত্রে শুধুমাত্র নূরুল আজিম রণিকে আসামি করা হয়েছে এবং ২২ জনকে সাক্ষী করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান।