Home / স্বাস্থ্য / রাগ কমাবে ডার্ক চকোলেট

রাগ কমাবে ডার্ক চকোলেট

নিজস্ব প্রতিবেদক :

ডার্ক চকোলেট খেতে সবাই কম বেশি পছন্দ করে। আর এই চকোলেট কেবলমাত্র মুখরোচক খাবারই নয়, এটি আপনার রাগ কমাতে অনেকাংশে সাহায্য করে। এটি আপনার রাগ নিয়ন্ত্রণ করে আপনাকে শান্ত রাখে। একটি গবেষণায় দেখা গেছে, ডার্ক চকোলেটে থাকা পলিফেনল মানুষকে শান্ত আর স্থির রাখে। তাকে কোনো পরিস্থিতিতেই উত্তেজিত হতে দেয় না।
মূলত প্রাকৃতিক কিছু গাছ-গাছালিতে এবং কিছু খাবারে এই পলিফেনল খুঁজে পাওয়া যায়। এই পলিফেনল মানবদেহে বিভিন্ন রোগ উৎপাদনকারী অক্সিডেন্ট স্ট্রেস কমিয়ে আনে। এটি বিভিন্ন মানসিক চাপ নিয়ন্ত্রণ করে বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন।
অস্ট্রেলিয়ার সুইনবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করা Matthew pase গবেষণাটির মূল গবেষক বলেন, ‘চকোলেট আসলে আমাদের মনের প্রশান্তি ফিরিয়ে দিতে সাহায্য করে থাকে আর এটি সম্ভব একমাত্র কোকোয়া পলিফেনলের কারণে।’
গবেষণাটিতে ৪০-৬৫ বছর বয়সী ৭২ জন পুরুষ এবং নারী অংশগ্রহণ করেন যাদেরকে ৫০০ মিলি কোকোয়া পলিফেনল, ২৫০ মিলি কোকোয়া পলিফেনল অথবা ০ মিলি কোকোয়া পলিফেনল সমৃদ্ধ বিভিন্ন ডার্ক চকোলেট খাওয়ানো হয়। এভাবে অনবরত ৩০ দিন পর্যন্ত তারা এই ডার্ক চকোলেট খান। 
৩০ দিন পরে দেখা যায় যারা উচ্চ পলিফেনল সমৃদ্ধ ডার্ক চকোলেট খেয়েছেন তারা অন্যান্যদের তুলনায় অনেক বেশি ধীর আর শান্ত স্বভাবের আচরণে অভ্যস্ত হয়ে পড়েন। এভাবেই গবেষণাটিতে খুব সুন্দরভাবে উঠে আসে যে ডার্ক চকোলেট কীভাবে একজনের রাগ নিয়ন্ত্রণ করে থাকে এবং তাকে শান্ত স্বভাবের করে তোলে।

আরডি/ এসএমএইচ // ৩ আগস্ট ২০১৬

x

Check Also

করোনা ভাইরাস:ফিরতে চান ৩ শতাধিক বাংলাদেশি

করোনা ভাইরাস সংক্রমণের কারণে তিনশ’র বেশি বাংলাদেশি চীনের উহান থেকে ঢাকায় ফেরত ...