রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি লংগদু উপজেলাধীন শিজকমুখ এর খাগড়াছড়ি পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ নির্ভিক চাকমা নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আজ বুধবার সকালে নির্ভিকের বসতঘরে তল্লাসী চালিয়ে নির্ভিকের থাকার ঘর থেকে উপরোক্ত অস্ত্র-শস্ত্র উদ্ধারের পাশাপাশি নির্ভিক চাকমাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা।
আটককৃতদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, একটি এলজি, একটি লং ব্যারেল গান, ১৮ রাউন্ড তাজা গুলি, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের একসেট পোশাক, দামী মোবাইল ফোন-ট্যাব, চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত চাঁদার টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত নির্ভিক চাকমার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে এবং চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আরডি/ এসএমএইচ // ১০ আগস্ট ২০১৬।