Home / টপ নিউজ / রাজধানীতে জেএমবির আমিরসহ আটক ৪

রাজধানীতে জেএমবির আমিরসহ আটক ৪

চট্টগ্রাম, ১২ মে (অনলাইনবার্তা): রাজধানীর খিলগাঁওয়ে নাশকতার প্রস্তুতিকালে ঢাকা জেলা জেএমবির আমির আব্দুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুলসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যা) সদস্যরা

বৃহস্পতিবার (১২ মে) সকালে খিলগাঁওয়ের কমলাপুর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল গুলি পাওয়া যায়

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...