Home / জেলা সংবাদ / রামগড়ে ইউপিডিএফ সন্ত্রাসীদের চাঁদা দাবি,না দিলে হত্যার হুমকি

রামগড়ে ইউপিডিএফ সন্ত্রাসীদের চাঁদা দাবি,না দিলে হত্যার হুমকি

খাগড়াছড়ি প্রতিনিধিঃ 
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা নামক স্থানে গত দু’দিন যাবত আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ অর্ধশত কৃষক ও বাগান মালিকের নিকট মোটা অংকের চাদাঁ দাবি করছে। তবে এ বিষয়ে সাংবাদিকদের সাথে নিজের পরিচয়ে কথা বলতে চাচ্ছেনা ভূক্তভোগি কৃষক ও বাগান মালিকরা।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার সকালে দাতারামপাড়ার নিকটবর্তী টিলা ভূমিতে সকাল ১১টার সময় কৃষকরা নিজেদের চাষকৃত কচু(ছড়া) তুলতে গেলে ১০-১২ জনের একদল সসস্ত্র সন্ত্রাসী তাদের কাজে বাধাঁ প্রদান করে এবং জমি প্রতি ১০-১৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়।এবং অস্ত্রের মুখে কৃষকসহ শ্রমিকদের জমি থেকে চলে যেতে বাধ্য করে। এ বিষয় নিজের নিরাপত্তার কথা ভেবে সরাসরি নিজ পরিচয়ে কথা বলতে না চাইলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক ভূক্তভোগী কৃষক জানান,গতকাল জমিতে কচুর ছড়া তুলতে গেলে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে চাঁদার জন্য হুমকি দিয়ে যায় এবং টাকার ম্যানেজ করে ফোন করার জন্য একটি মোবাইল নম্বরও দিয়ে  যায়(০১৫১৭৩৭৫১০২)। টাকা না দিয়ে কেউ জমিতে গেলে আমাদের হত্যার হুমকি দেয় তারা।সন্ত্রাসীরা নিজেদের ইউপিডিএফ বলে দাবি করে। এ বিষয়ে আতংকতি কৃষক ও বাগান মালিকরা। প্রশাসনের সুষ্ঠ তদন্তপূর্বক নিরাপত্তার দাবি জানিয়েছে ভূক্তভোগিরা।

 আরডি/ ২০ সেপ্টেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...