আন্তর্জাতিক ডেস্ক :
‘রাশিয়া যে কোনো আগ্রাসী শক্তির চেয়ে শক্তিধর’, বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ হিসেবে তিনি রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্রের আধুনিকীকরণের কথা উল্লেখ করেছেন।
শুক্রবার চলতি বছরের শেষ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। একইসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রই নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত করেছে।’
পুতিন বলেন, ‘এটি আর গোপন কোনো বিষয় নয় যে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল (এবিএম) চুক্তি থেকে সরে যাওয়ার ধারাবাহিকতায় সমরাস্ত্রকে আধুনিক করতে হয়েছে।’
তবে পুতিন এটিও স্বীকার করেন যে, ‘মার্কিন সেনাবাহিনী এখনো বিশ্বে সবচেয়ে শক্তিশালী।’
এছাড়া সংবাদ সম্মেলনে পুতিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়ার সাইবার হামলা করার অভিযোগ অস্বীকার করেন।
সংবাদ সম্মেলনে অস্ত্র প্রতিযোগিতা, সিরিয়া পরিস্থিতি, রাশিয়ার অর্থনীতি, ক্রীড়াজগতের মাদক কেলেঙ্কারিসহ বিভিন্ন বিষয়েও তিনি কথা বলেন।
আরডি/ এসএমএইচ/ ২৪ ডিসেম্বর ২০১৬।