Home / খেলা / রিওতে সোনা জিতে বোল্টের আরেক ইতিহাস

রিওতে সোনা জিতে বোল্টের আরেক ইতিহাস

ক্রীড়া ডেস্ক :

ব্যাপারটা যেন সবার কাছেই পরিষ্কার ছিল। পৃথিবীর দ্রুততম মানব উসাইন বোল্ট পুরুষ ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। তবে তার মূল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জাস্টিন গালটিনকে মাত্র ০.০৮ সেকেন্ড পেছনে ফেলেন তিনি। অলিম্পিকের ১০০ মিটার ইভেন্টে প্রথম অ্যাথলেট হিসেবে ৩টি সোনা জেতার মাইলফলক স্পর্শ করলেন বোল্ট।

ক্যারিয়ারের শেষ অলিম্পিকে যোগ দিচ্ছেন এমন ঘোষণা দিয়েই রিওতে এসেছিলেন ২৯ বছর বয়স্ক এই দৌড়বিদ। বাংলাদেশ সময় সোমবার ভোরে ১০০ মিটার ইভেন্টে তিনি দৌড় শেষ করতে সময় নিয়েছেন ৯.৮১ সেকেন্ড। ডোপ পরীক্ষায় পজেটিভ হওয়ায় দুবার সাময়িক নিষেধাজ্ঞা পাওয়া গালটিন ৯.৮৯ সেকেন্ড সময় নেওয়ায় তাকে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। অন্যদিকে ৯.৯১ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাসে।

১০০ মিটার স্প্রিন্টে বোল্টের সর্বোচ্চ রেকর্ড ৯.৫৮ সেকেন্ড। ২০০৯ সালে জার্মানির বার্লিনে করেছিলেন সেটা। তার দ্বিতীয় সর্বোচ্চ ৯.৬৩ সেকেন্ডের রেকর্ডটিই এখনো পর্যন্ত টপকাতে পারেনি কেউ। জ্যামাইকান তারকা এই অনন্য মাইলফলক স্পর্শ করেছিলেন ২০১২ সালের লন্ডন অলিম্পিকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বোল্ট জানিয়েছিলেন ২০১৭ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শেষেই অ্যাথলেটিকস থেকে অবসর নেবেন তিনি।

 আরডি/ এসএমএইচ // ১৫ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...