Home / টপ নিউজ / র‌্যাম্পে হাঁটার সময় মারা গেলেন রাশিয়ান মডেল

র‌্যাম্পে হাঁটার সময় মারা গেলেন রাশিয়ান মডেল

বিনোদন ডেস্ক :

একটি মডেলিং সংস্থার হয়ে চীনে মডেলিং করতে এসেছিলেন ভ্লাদা জুয়ুবা নামে এক রাশিয়ান তরুণী। র‌্যাম্পে হাটার সময় মঞ্চে পড়ে যান তিনি। আর সেখানেই তার মৃত্যু হয়।
জানা গেছে- সম্প্রতি এশিয়ান ফ্যাশন শোতে অংশ নিতে চীনে যান ১৪ বছর বয়সী রাশিয়ান মডেল ভ্রাদা। শুক্রবার টানা ১৩ ঘণ্টা ধরে চলে অনুশীলন। আর এতে ক্লান্ত হয়ে পড়েন তিনি। অতিরিক্ত পরিশ্রমের কারণে র‌্যাম্পে হাঁটার সময় তিনি মঞ্চে পড়ে যান।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, কোমায় চলে গেছেন ভ্রাদা। তার সংজ্ঞা আর ফেরেনি। পরে সেখানেই তার মৃত্যু হয়।
সম্প্রতি একটি মডেলিং সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভ্রাদা। সেই সংস্থার হয়েই এশিয়ান ফ্যাশন উইকের র‌্যাম্পে এসেছিলেন তিনি।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...