Home / টপ নিউজ / লোহাগাড়া আওয়ামীলীগের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

লোহাগাড়া আওয়ামীলীগের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার বিকেল ৫টায়  জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিহত করতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা সদর বটতলী মোটর স্টেশনস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধা কিলোমিটার  দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ  মানববন্ধনে আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ  সভাপতি মোছলেহ উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ সদস্য ওমর ফারুক প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগ প্রচার  ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল হক, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রিদওয়ানুল হক সুজন, যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 আরডি/ এসএমএইচ // ৮ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...