ক্রীড়া ডেস্ক :
টেস্ট ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অনেকগুলো রেকর্ডই অ্যালিস্টার কুকের কারণে হুমকির মুখে। চলতি বছরের মে মাসে শচীনকে টপকে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। ছয় মাস পেরুতেই ভারতের মাটিতেই লিটল মাস্টারকে টপকে আরেকটি চূড়ায় উঠে গেলেন কুক। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের বিশ্বরেকর্ড গড়লেন সফরকারী দলের অধিনায়ক।
শুক্রবার চেন্নাইয়ের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে শুরু হয়। এদিন শচীনকে ছুঁয়ে ফেলতে কুকের প্রয়োজন ছিল মাত্র ২ রান। সেটা এই ইংলিশ ওপেনার করেও ফেললেন অনায়াসে। সেই সুবাদে সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি। পেছনে পড়লেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। নতুন এই মাইলফলক গড়ার ৮ দিন পরেই ৩২ বছর পূর্ণ হবে কুকের।
২০০৭ সালের জুলাইয়ে ৩৪ বছর দুই মাস বয়সে ১১ হাজার টেস্ট রান পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েন শচীন। নয় বছর পর তার কাছ থেকে সেই বিশ্বরেকর্ডটি ছিনিয়ে নিলেন কুক। অবশ্য এদিন বেশিদূর এগোতে পারেননি তিনি। রবিন্দ্র জাদেজার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১০ রানেই ফিরেছেন কুক।
‘ক্যাপ্টেন কুক’ ১১ হাজার রান করতে সময় নিয়েছেন ১০ বছর ২৯০ দিন। এদিক থেকেও বাকি সবাইকে পেছনে ফেলেছেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন কুমার সাঙ্গাকারা। ১৩ বছর ১৯৯ দিনে ২০৮ ইনিংস ব্যাট করে ১১ হাজার রানে পৌঁছেছিলেন এই লঙ্কান কিংবদন্তি।
প্রসঙ্গত, শুক্রবারের আগে ১৩৯ টেস্টের ক্যারিয়ারে ৩০টি সেঞ্চুরির পাশাপাশি ৫৩টি হাফসেঞ্চুরি করেছেন কুক। শচীন, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা, শিবনারায়ন চন্দরপল, মাহেলা জয়াবর্ধনে ও অ্যালান বোর্ডারের পর দশম ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক পেরুলেন কুক।
আরডি/ এসএমএইচ/ ১৬ ডিসেম্বর ২০১৬।