Home / টপ নিউজ / শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান ড. সাদিক

শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান ড. সাদিক

চট্টগ্রাম, ২ মে (অনলাইনবার্তা): শপথ নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান . মোহাম্মদ সাদিক
সোমবার (০২ মে) বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে . মোহাম্মদ সাদিককে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

গত ২৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসি সদস্য . মোহাম্মদ সাদিককে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৮() অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে পিএসসি চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।

পিএসসির চেয়ারম্যান হিসেবে তিনি ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ায় ইকরাম আহমেদের চাকরির মেয়াদ গত ১৩ এপ্রিল শেষ হয়

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকার সময় ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাদিক। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন তিনি।
১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা . মোহাম্মদ সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন

শিক্ষা সচিবের দায়িত্ব গ্রহণ করার আগে ২০১০ সালের ২৪ অক্টোবর থেকে ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছরেরও বেশি সময় ধরে নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, সুইডেনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবেও কর্মরত ছিলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নজরুল ইনস্টিটিউটের প্রথম সচিব ছিলেন।
সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ এএইচ কলেজের প্রভাষকও ছিলেন . মোহাম্মদ সাদিক। ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে নাগরী ভাষা লিপির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন . মোহাম্মদ সাদিক

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...