Home / আন্তর্জাতিক / শান্তিরক্ষায় লেবাননের পথে নৌবাহিনীর ১৩৫ সদস্য

শান্তিরক্ষায় লেবাননের পথে নৌবাহিনীর ১৩৫ সদস্য

চট্টগ্রাম, ১৬ জুন (অনলাইনবার্তা): জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন (ইউনিফিল) যোগ দিতে লেবানন গেছেন বাংলাদেশ নৌবাহিনীর ১৩৫ জন সদস্য

বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের বিশেষ বিমানে তারা চট্টগ্রাম ত্যাগ করেন

বিমানবন্দরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন একেএমএম শেরাফুল্লাহ নৌ সদস্যদের বিদায় জানান।  এসময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

বিমানবন্দরে কন্টিনজেন্ট কমান্ডার (ব্যানকন) ক্যাপ্টেন মির্জা মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, ভূমধ্যসাগরে বিগত ছয় বছর বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি টিম সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে।  আমরা সপ্তম টিম

তিনি বলেন, ভূমধ্যসাগরে বিশ্বের ছয়টি দেশের সাতটি রণতরী আছে।  এর মধ্যে বাংলাদেশের দুটি রণতরী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে

তিনি সফলভাবে মিশন সম্পন্ন করার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

২২ জুন আরও ১৩৫ জন নৌ সদস্য লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...