চট্টগ্রাম, ২০ মে (অনলাইনবার্তা): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬টি স্বর্ণের বার ও ১৬০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস প্রিভেন্টিভ টিম।
শুক্রবার (২০ মে) ভোরে এ স্বর্ণবার ও সিগারেট জব্দ করা হয়।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৫টায় মালয়েশিয়া থেকে আসা বিজি ০৮৭ ফ্লাইট থেকে ১৬০ কার্টন ব্লাক ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। পরে একই ফ্লাইটে আসা ২ যাত্রীর কাছ ৬টি স্বর্ণের বার (প্রতিটি বার ১১৬ গ্রাম ওজন) জব্দ ও তাদের আটক করা হয়।
হিল্লোল আরো জানান, এরপর ৫টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের (কিউআর ৬৩৪) ফ্লাইট থেকে ৪৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
জব্দকৃত এসব সিগারেট ও স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান।
এর আগে রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ৫০ লাখ টাকা মূল্যের এক হাজার ৫৬৬ কার্টন অবৈধ সিগারেট জব্দ করে প্রিভেন্টিভ টিম।