চট্টগ্রাম, ৯ মে (অনলাইনবার্তা): হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সরাসরি কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। সুখবর আছে যুক্তরাজ্যের তরফ থেকেও।
সোমবার (৯ মে) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্র বিষয়টি জানায়।
এ নিষেধাজ্ঞা উঠে গেলে অনিশ্চয়তা কাটবে রপ্তানি বাণিজ্যের ওপর থেকেও।
বিকেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বেলা ৩টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
এরইমধ্যে ঢাকার অস্ট্রেলিয়ান দূতাবাস সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে চিঠি পাঠিয়েছে বলে জানা যায়।