চট্টগ্রাম, ১৩ মে (অনলাইনবার্তা): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি সোনার বার ও ১০০ গ্রাম গয়নাসহ মো. আবু বক্কর নামে একযাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস।
শুক্রবার (১৩ মে) সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টা ১৩ মিনিটে ইকে ৫৮৬ ফ্লাইটে দুবাই থেকে আবু বক্কর ঢাকায় আসেন। পরে তার গতিবিধি সন্দেহ হলে প্রিভেন্টিভ টিম লাগেজ ও আবু বকরের শরীরে তল্লাশ চালায়।
এ সময় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ টাকা।