Home / জেলা সংবাদ / শিক্ষায় মানের অবনতি হয়েছে: দুদুক চেয়ারম্যান

শিক্ষায় মানের অবনতি হয়েছে: দুদুক চেয়ারম্যান

চট্টগ্রাম, ২৬ মে (অনলাইনবার্তা): জিপিএ-৫ ও পাশের হারে উল্লম্ফনে শিক্ষায় সার্বিক অগ্রগতি হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের দাবির মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বললেন, শিক্ষার মানে অবনতি ঘটেছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠানের বক্তব্য এই মন্তব্য করেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, “যখন আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলাম, তখন দেখেছি বিসিএস পরীক্ষায় কোনো যোগ্য লোক পাওয়া যায় না- মানে স্ট্যান্ডার্ড ক্যান্ডিডেট পাওয়া যায় না।

“আপনারা শুনে অবাক হবেন যে, ১৬ কোটি মানুষের দেশে দুই হাজার মানুষ নেওয়া হবে- সেখানেও কোনো যোগ্য লোক পাওয়া যায় না। এমনকি গ্রেস দিয়েও পাশ করাতে হয়। এ লজ্জা কোথায় রাখব আমরা।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষার উদাহরণ দিয়ে দুদুক চেয়ারম্যান বলেন, আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনাটি। যেখানে পরীক্ষা দিয়ে শুধুমাত্র একজন ছাত্র টিকেছিল।

“শিক্ষার মান কমে গেছে। আপনারার এখানে যারা আছেন তারা সবাই বিষয়টা স্বীকার করবেন। শিক্ষা ব্যবস্থায় যদি পরিবর্তন না ঘটে তাহলে এ অবস্থা চলতে থাকবে।”

অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশে প্রশ্ন রেখে ইকবাল মাহমুদ বলেন, “আপনারা কি মনে করেন এসএসসি পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা নেওয়া হয়- সেখানে সবাই পাশ করে?

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...