Home / টপ নিউজ / শীর্ষ নিউজ, আমার দেশসহ ৩৫টি অনলাইন সংবাদ মাধ্যম বন্ধ

শীর্ষ নিউজ, আমার দেশসহ ৩৫টি অনলাইন সংবাদ মাধ্যম বন্ধ

নিজস্ব প্রতিবেদক :

সরকার ৩৫টি অনলাইন সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার এগুলো বন্ধ করা হয়। বন্ধ করা তালিকার মধ্যে শীর্ষ নিউজ, আমার দেশ অনলাইনও রয়েছে। বিটিআরসি থেকে এগুলো বন্ধ করা হয় বলে জানা গেছে।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ গতকাল সন্ধ্যায় বলেন, বিতর্কিত সংবাদ পরিবেশন ও জাতিকে বিভ্রান্ত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করায় এগুলো বন্ধ করা হয়।  
জানা গেছে, সরকার বিতর্কিত অনলাইনগুলো বন্ধ করে দেয়ার উদ্যোগ নেয়। তথ্য মন্ত্রণালয় থেকে বিটিআরসিকে এ ব্যাপারে নির্দেশনা দেয়ার পর গতকাল এই ৩৫টি অনলাইন বন্ধ করে দেয়া হয়েছে। এভাবে পর্যায়ক্রমে আরো কিছু অনলাইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে শীর্ষনিউজের সম্পাদক একরামুল হক জানান, ‘আমাদের সাইট দেখা যাচ্ছে না। শুনতে পেয়েছি, বিটিআরসি আমাদের সাইট বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন বন্ধ করা হয়েছে, তা আমাদের জানানো হয়নি।’
বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।

 আরডি/ এসএমএইচ // ৫ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...