Home / টপ নিউজ / শুটিং-ফুটিং ভুলে আলিয়া ভাট অপেক্ষায়

শুটিং-ফুটিং ভুলে আলিয়া ভাট অপেক্ষায়

বিনোদন ডেস্ক :

তাকে রুপালি পর্দায় দেখার জন্য ছটফট করেন অনুরাগীরা। বিশেষ করে পুরুষ হৃদয় তো আনচান করে ওঠে তার এক ঝলক পাওয়ার। অথচ সেই তিনিই এখন অধীর অপেক্ষায় অন্য একজনের সিনেমা দেখার জন্য!‌

আপাতত শুটিং-ফুটিং ভুলে আলিয়া ভাট অপেক্ষায় ‘‌শচীন :‌ আ বিলিয়ান ড্রিমস’‌ দেখার। ২৬ মে  মুক্তি পাচ্ছে এই সিনেমা। সেই বায়োপিক নিয়ে শচীন অনুরাগীরা যেমন ফুটছেন, তেমনই ফুটছেন আলিয়াও!‌ তাহলে কী মহেশ ভাটের কন্যা শচীনের ভক্ত?‌

২৪-এর নায়িকা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেইসঙ্গে লিখেছেন, কিছুতেই ছটফটানি লুকিয়ে রাখতে পারছি না। অসংখ্য ধন্যবাদ, এত, এত বছর ধরে আমাদের অনুপ্রাণিত করার জন্য। আর দারুণ লাগে, তোমাকে এতকিছুর পরও মাটির মানুষ থাকতে দেখে। সত্যি বলছি, আর একদম তর সইছে না। অল দ্য বেস্ট ‘‌শচীন :‌ আ বিলিয়ান ড্রিমস’‌-‌এর জন্য।

গোটা বার্তায় শচীন টেন্ডুলকারের নাম একবারও উল্লেখ না করলেও, ক্যাপশনে পরিষ্কার আলিয়ার মনের ভাষা।

এসএমএইচ // ২৪ মে, ২০১৭ ইং

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...