Home / খেলা / শুরু হচ্ছে এশিয়ান যুব বাস্কেটবল বাছাই

শুরু হচ্ছে এশিয়ান যুব বাস্কেটবল বাছাই

চট্টগ্রাম, ৩০ মে (অনলাইনর্বাতা): বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার অংশগ্রহণে জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ট্রিট অনূর্ধ্ব-১৮ এশিয়ান বাস্কেটবল’ এর বাছাইপর্বের খেলা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ০১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ০২ জুন পর্যন্ত।

এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আগামী ১৫-২৪ জুলাই ইরানে অনুষ্ঠেয় এশিয়ান জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

সোমবার (৩০ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ও দক্ষিণ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব লে. কমান্ডার এ কে সরকার (অব.), প্রাণ কনফেকশনারি লিমিটেডের বিপনন ও বিক্রয় প্রধান এ কে এম মইনুল ইসলাম মঈন ও ব্র্যান্ড ম্যানেজার শাখাওয়াত হোসেন।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে প্রাণ-আরএফএল গ্রুপ।

x

Check Also

আজ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট ১৮ জেলার ৩১টি উপজেলার শতভাগ ...