Home / আন্তর্জাতিক / শুরু হলো মামুনুলদের অনুশীলন ক্যাম্প

শুরু হলো মামুনুলদের অনুশীলন ক্যাম্প

চট্টগ্রাম, ১২ জুলাই (অনলাইনবার্তা): আগামী ০৬ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ প্লে অফ-২ এর প্রথম লেগের ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (১২ জুলাই) থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প।

অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রিপোর্ট করতে বলা হয় জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৩২ জন ফুটবলারকে।

তবে এই ৩২ জনের মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে স্বশরীরে হাজির হতে পারেননি নাবীব নেওয়াজ জীবন ও শাহেদুল আলম শাহেদ। আর মোনায়েম খান রাজু উপস্থিত ছিলেন না ব্যক্তিগত কারণে। তবে তারা মুঠোফোনে রিপোর্ট করেছেন বলে নিশ্চিত করেন দলীয় ম্যানেজার সত্যজিত দাস রুপু।

মঙ্গলবার (১২) জুলাই সকাল সাড়ে ১১টায় ফুটবলাররা বাফুফেতে হাজির হয়ে রিপোর্ট করেন। পাঁচদিন ক্যাম্প করাবেন নতুন কোচ টম সেইন্টফিত। এরপর খেলোয়াড়রা চলে যাবেন নিজ নিজ ক্লাবে। চট্টগ্রামে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে অংশ নেবেন তারা।

এর আগে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্লে-অফের প্রথম ধাপে তাজিকিস্তানের কাছে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটিতেই হার মানে মামনুল বাহিনী।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...