Home / টপ নিউজ / শোলাকিয়ার হামলাকারী শফিউল ‌’বন্দুকযুদ্ধে’ নিহত

শোলাকিয়ার হামলাকারী শফিউল ‌’বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক :

শোলাকিয়ায় হামলার ঘটনায় আহতাবস্থায় আটক হওয়া শফিউল ইসলামসহ দু’জন ময়মনসিংহের নান্দাইলে র্যা বের সঙ্গে ‌‌’বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় তিন সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাব সদরদপ্তর।

এক ক্ষুদেবার্তায় সংস্থাটি জানায়, দুটি মোটরসাইকেল, আগ্নেয়াস্ত্র, বোমা ও বিস্ফোরক ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

শোলাকিয়ার ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আটক শফিউল র্যা ব হেফাজতে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিচ্ছিলেন। নান্দাইল থানার ওসি আতাউর রহমান র্যা বের বরাদ দিয়ে সাংবাদিকদের জানান, চিকিৎসা শেষে বৃহস্পতিবার শফিউলকে হাসপাতাল থেকে কিশোরগঞ্জ পুলিশের কাছে নিয়ে যেতে বেরোয় র্যা ব-১৪। র্যা বের গাড়ি রাত সোয়া ১১টার দিকে নান্দাইলের ডাঙ্গি গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে তাদের লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করা হয়। এ সময় র্যা বের সঙ্গে হামলাকারীদের গোলাগুলিতে শফিউলসহ দুজন গুলিবিদ্ধ হন।

তবে নিহত অন্য দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

 আরডি/ এসএমএইচ // ৫ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...