চট্টগ্রাম, ২৯ মে (অনলাইনবার্তা): শ্রমিক কল্যাণ ফান্ডে ১৭ কোটি ৩৯ লাখ টাকার বেশি জমা দিয়েছে দেশের শীর্ষ বেসরকারি মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন।
রোববার (২৯ মে) বেলা ১টায় সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে এ টাকার চেক তুলে দেয় গ্রামীণফোন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, শ্রম কল্যাণ আইন অনুযায়ী এক থেকে দুই কোটি টাকার সম্পদের অধিকারী প্রতিটি কোম্পানির মুনাফার ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দেওয়ার কথা।
তবে এখন পর্যন্ত ৬৬টি দেশি-বিদেশি কোম্পানি ১শ ৪৭ কোটি টাকা জমা দিয়েছে। তবে এর মধ্যে সব চাইতে বেশি ৭০ কোটি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন।