Home / অর্থ-বাণিজ্য / ষোলশহরে ট্রেনের ধাক্কায় বাস চুরমার, নিহত ১, আহত ৫

ষোলশহরে ট্রেনের ধাক্কায় বাস চুরমার, নিহত ১, আহত ৫

চট্টগ্রাম, ১৬ মে (অনলাইনবার্তা): নগরীর বায়েজিদ থানার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেনের ধাক্কায় একটি বাস চুরমার হয়ে গেছে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তেলবাহী ট্রেনটি বটতলী স্টেশন থেকে ছেড়ে আসছিল। অন্যদিকে বিআরটিসি বাসটি অক্সিজেন থেকে শহরের দিকে আসছিল।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ  জানান, দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেনের ধাক্কায় একটি বাস চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...