চট্টগ্রাম, ৯ মে (অনলাইনবার্তা): আফগানিস্তানের গজনি প্রদেশের একটি মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষের পর ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়ে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসি’কে এ তথ্য জানান। মৃতদেহগুলোর অধিকাংশ আগুনে পুরোপুরি পুড়ে গেছে বলেও জানান তিনি।
দুর্ঘটনায় আহত আরও অর্ধশতাধিক জনকে গজনির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের সংযোগরক্ষাকারী ওই মহাসড়কটিতে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে (০২:০০ জিএমটি) দুর্ঘটনায় পড়া তিনটি গাড়িতেই আগুন ধরে যায়।
প্রাদেশিক ট্র্যাফিক বিভাগের পরিচালক মোহাম্মদুল্লাহ আহমাদি বলেন, “বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।”
ইস্টার্ন গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র বিবিসি’কে বলেন, “আমাদের হাতে থাকা কাগজপত্র অনুযায়ী দুইটি বাসে প্রায় ১২৫ জন আরোহী ছিল।”
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সড়ক–মহাসড়কগুলোর অবস্থা খারাপ হওয়ায় এবং ট্র্যাফিক আইন না মানায় দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়।