চট্টগ্রাম, ৩ জুলাই (অনলাইনবার্তা): সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
গুলশানে হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার (০৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধেনে এ আহ্বান জানান তারা।
‘জেগে ওঠো মুক্তিযুদ্ধের চেতনায়, হঠাও জঙ্গিবাদ, বাঁচাও দেশ’ এই স্লোগান সম্বলিত ব্যানারে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সাংবাদিকরা।
বিএফইউজে মহাসচিব ওমর ফারুক বলেন, গুলশান হামলার মধ্য দিয়ে সন্ত্রাসীরা কয়েকটি মানুষকে আঘাত করেনি গোটা দেশকে আঘাত করেছে। একাত্তরে হানাদাররা এভাবে মানুষের ওপর আঘাত করেছিলো।
এ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিবাদে নেমে আসার আহ্বান জানান ওমর ফারুক।
হামলাকারীদের কুলাঙ্গার হিসেবে আখ্যা দিয়ে ওমর ফারুক বলেন, হায়নাদের হাত, চোখ থেকে এ দেশকে রক্ষা করতে হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন, মৌলবাদী চক্র দেশের উন্নয়ন, গণতন্ত্র ব্যহত করতে চায়, শান্তি নষ্ট করতে চায়।
দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে দলমতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে সাংবাদিক নেতা আব্দুল জলিল, স্বপন কুমার, রিয়াজ হায়দার চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।