Home / আন্তর্জাতিক / সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রার্থী হিলারি: ট্রাম্প

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রার্থী হিলারি: ট্রাম্প

চট্টগ্রাম, ২৩ জুন (অনলাইনবার্তা): প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ প্রার্থী হিসেবে আখ্যা দিয়েছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (২৩ জুন) নিউইর্য়কে একটি হোটেলে দেওয়া ভাষণে হিলারি ক্লিনটনের নিন্দায় মেতে ওঠেন নানা বিষয়ের জন্য সমালোচিত ট্রাম্প।

তীব্র নিন্দা করে হিলারিকে ‘বিশ্বমানের মিথ্যুক’ এবং এযাবৎকালের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে ‘সম্ভবত সবচেয়ে অসৎ’ বলে আখ্যায়িত করেন তিনি।

একই সঙ্গে সাবেক ফার্স্ট লেডির বাণিজ্য, পররাষ্ট্রনীতি ও অভিবাসন বিষয়েরও তীব্র নিন্দা করেন ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনী প্রতিদ্বন্দীকে ‘বিপজ্জনক’ আখ্যা দেওয়ার পরদিনই তার বিরুদ্ধে এ ধরনের বাক্যবাণ ছুড়লেন ট্রাম্প।

নভেম্বরের প্রথম সোমবারে অনুষ্ঠেয় নির্বাচনে প্রেসিডেন্টের দৌড়ে হিলারিকেই এগিয়ে রাখছে জরিপগুলো।

x

Check Also

আমি হারলে ধরে নিতে হবে জালিয়াতি হয়েছে : ট্রাম্প

তাকে হারানোর একমাত্র রাস্তা ভোট জালিয়াতি। বিরোধীরা সেই চেষ্টাই করছে- রিপাবলিকানের নির্বাচনী ...