চট্টগ্রাম, ২৫ জুন (অনলাইনবার্তা): সরকারই জঙ্গিবাদ টিকিয়ে রেখেছে। জঙ্গি হামলার মাধ্যমে হত্যাকাণ্ড চালিয়ে বিদেশে প্রমাণ করার চেষ্টা করছে এ সরকার না থাকলে দেশে জঙ্গিবাদ শুরু হবে।
শনিবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান মিঞার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন বলেন, ক্রসফায়ারে মারায় হত্যার রহস্য আড়ালেই রয়ে যাচ্ছে। তথ্য প্রমাণ ধ্বংস হচ্ছে। হত্যা মামলার আসামিদের ক্রসফায়ারের নামে হত্যা করলে কোনোদিনই দেশ জঙ্গিবাদ মুক্ত হবে না।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ইউসুফ হায়দার, বিএনপি নেতা খায়রুল কবির খান, আহমদ আলী, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ঢাবি শিক্ষক সুকোমল বড়ুয়া প্রমুখ।