চট্টগ্রাম, ২৭ জুন (অনলাইনবার্তা): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় জেলা ট্যাংক–লরি মালিক সমিতির তিন নেতা নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা–সিলেট মহাসড়কে প্রায় চার ঘণ্টা এবং কুমিল্লা–সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা অবরোধ করেছে।
সোমবার ঢাকা–সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সরাইল থানার এসআই আবদুল আলিম জানান।
নিহতরা হলেন– জেলা ট্যাংক–লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলাম (৪৫), সাধারণ সম্পাদক আলী আজম (৪০) ও সদস্য শাহজাহান মিয়া (৫০)। তিনজনই জেলা সদরের ঘাটুরা এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার শৈলেন কুমার চাকমা জানান, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও অবৈধ যানবাহন চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ এখানে চেকপোস্ট স্থাপন করেছে।