বিনোদন ডেস্ক :
সংগীতশিল্পী শাফিন আহমেদের পর এবার সরাসরি রাজনৈতিক দলে যোগ দিলেন অভিনেত্রী তাজিন আহমেদ।গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয়ভাবে খবরটি নিশ্চিত করা হয় ।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর পক্ষ থেকে জানানো হয়, গত (৯ ফেব্রুয়ারি) থেকে ববি হাজ্জাজ নেতৃত্বাধীন এই দলের সংস্কৃতিবিষয়ক বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তাজিন আহমেদ।
এদিকে দলের নির্ভরযোগ্যসূত্রের বরাত দিয়ে ৩ ফেব্রুয়ারি শাফিন আহমেদ ও তাজিন আহমেদের রাজনৈতিক দলে যোগদানের খবরটি এক্সক্লুসিভ হিসেবে প্রকাশ করে।
একদিন পর ৪ ফেব্রুয়ারি শাফিন আহমেদের যোগদানের বিষয়টি দল থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলেও তাজিন আহমেদের বিষয়টি ছিল অস্পষ্ট।
সেটিও স্পষ্ট হলো গত বৃহস্পতিবার। তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তাজিন আহমেদ।
মুক্তা // এসএমএইচ // ফেব্রুয়ারি ১০, ২০১৭