Home / জেলা সংবাদ / সাতকানিয়ার উপজেলা চেয়ারম্যান আটক

সাতকানিয়ার উপজেলা চেয়ারম্যান আটক

চট্টগ্রাম, ২০ জুন (অনলাইনবার্তা): নাশকতার মামলায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জসিমকে উপজেলা সদর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া  বলেন, জসিমের বিরুদ্ধে সাতকানিয়া থানার নাশকতার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে।  ওই পরোয়ানামূলে আমরা তাকে গ্রেফতার করেছি।

২০১৪ সালে উপজেলা নির্বাচনে সাতকানিয়া থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জসিম উদ্দিন।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...