চট্টগ্রাম, ১৪ জুন (অনলাইনবার্তা): সাড়াশি অভিযানে কক্সবাজারে গত ২৪ ঘন্টায় আরও ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১২টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত জেলার ৮টি উপজেলায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
এরমধ্যে কক্সবাজার সদর উপজেলা থেকে ১৬ জন, চকরিয়া থেকে ৮ জন, মহেশখালী থেকে ২ জন, কুতুবদিয়া থেকে ৩ জন, রামু থেকে ৪ জন, উখিয়া থেকে ৪ জন, টেকনাফ থেকে ১৪ জন এবং পেকুয়া থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নাশকতা মামলার আসামি, হত্যা, নারী নির্যাতন, চুরি ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে।
তিনি জানান, শুক্রবার মধ্যরাত শুরু হওয়া সাড়াশি অভিযানে এ পর্যন্ত মোট ২৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।