Home / অর্থ-বাণিজ্য / সিসিসির কর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

সিসিসির কর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম, ৭ মে (অনলাইনবার্তা): চট্টগ্রাম নগরবাসীর ওপর বিভিন্ন ধরনের কর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে যুবজাগরণ নামের একটি সংগঠন

শনিবার দুপুরে নগরীর সিমেন্স হোস্টেল থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত এলাকায় এক মানববন্ধন সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হয়।

কর বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুত বিল শিক্ষা ব্যয় বৃদ্ধি প্রতিবাদে আয়োজিত কর্মসূচি যুবজাগরণের ব্যানারে পালিত হলেও এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদেরও অংশ নিতে দেখা যায়।

মানববন্ধনে নগরবাসীরাপৌরকর বৃদ্ধির নামে নগরবাসীকে অহেতুক হয়রানি বন্ধ করুন’, ‘সিটি করপোরেশন সেবামূলক না বাণিজ্যিক প্রতিষ্ঠান?’, ‘টিনের বেড়ার ঘরে পৌরকর কেন?’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন বহন করেন

সমাবেশে সভাপতির বক্তব্যে ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এস এম আবু তাহের বলেন, “আমরা পৌরকর দিতে চাই। তবে তা হতে হবে আমাদের সামর্থ্য অনুযায়ী।

গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে। শিক্ষার ব্যয়ও বেড়েছে। অবস্থায় নগরীতে আমাদের বসবাস করা অসাধ্য হয়ে উঠেছে।

তিনি বলেন, “সিটি মেয়র আমাদের ভোটে নির্বাচিত হয়েছেন। তাকে অবশ্যই নগরবাসীর স্বার্থে নিবেদিত হতে হবে।

সিটি করপোরেশন সেবামূলক প্রতিষ্ঠান। পৌরকরের ব্যাপারে করদাতা বিশিষ্টজনদের সাথে মতবিনিময়ের উদ্যোগ নিতে হবে। একতরফা সিন্ধান্তের পরিণাম শুভ হবে না।

সমাবেশে যুবজাগরণের উদ্যেক্তা মোহাম্মদ হোসেন, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল আজিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা সামশুল আলম, এম দিদারুল আলম, সালাউদ্দিন বাদশা, সরওয়ার জাহান চৌধুরী এস এম বরকতউল্লাহ বক্তব্য রাখেন।

গত ২১ মার্চ বন্দর নগরীতে নতুন করে কর পুনঃমূল্যায়ন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র নাছির উদ্দিন।

এরপর থেকেকর বাড়ানোরবিরুদ্ধে বিভিন্ন সভাসমাবেশে বক্তব্য দিতে শুরু করেন সাবেক সিটি মেয়র নগর আওয়ামী লীগ সভাপতি বি এম মহিউদ্দিন চৌধুরী।

একপর্যায়ে ২৮ এপ্রিল বর্তমান মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির বিষয়ে মহিউদ্দিনের বিরুদ্ধে বক্তব্য দেন

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...